Wednesday, March 21, 2012

কম্পিউটারের ড্রাইভার নিয়ে সমস্যায় আছেন।(All in one Solution)

আসসালামু আলাইকুম। আশকরি আপনারা ভাল আছেন। আজ আমি আপনারদের জন্য নিয়ে এসেছি দারুন একটি সফটওয়্যার। সফটওয়্যার টির নাম হয়তো আপনারা শুনেছেন বা ব্যবহার করেছেন।DriverPack Solution যে ব্যবহার করেছেন সেই জানে সফটওয়্যার টি কত কাজের। একে বারে নো-টেনশন। আপনার কম্পিউটারের ড্রাইভার জনিত সকল সমস্যা সফটওয়্যারটির উপর ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আপনার কি পিসির ড্রাইভার সিডি হারিয়েছে বা নষ্ঠ হয়ে গেছে। চিন্তার কোন প্রয়োজন নেই। এই সফটওয়্যার টি কালেক্শন করে রাখেন। সফটওয়্যার টি আপনার কম্পিউটারের সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে।

এটি সকল উইন্ডোস ফরমেটের 32 BIT এবং 64 BIT সাপোট করে। (2000, XP, 2003, Vista, Win 7 )
কি ভাবে করবেন। খুব সোজা ইন্সটল করে ড্রাইভার স্ক্যান করে আপডেট করলেই হলো।



চলুন দেখে নিই , সফটওয়্যার টি আপনার কম্পিউটারের কি কি সমস্যা সমাধান করতে পারে।
(Videocard (video)
Soundcard (sound)
Chipset (chipset
Network (lan)
USB (usb )
Wireless Internet (wifi)
Webcam (webcamera)
Printers (printer )
Other devices (other)
TV-Tuner (tvtuner)
CPU (cpu)
Scanners (scaner)
Bluetooth (bluetooth)
SATA-RAID (massstorage)
Modems (modem)
InputDevices (inputdev)
Monitors(monitor)
CardReaders (cardreader)
Telephony (phone)
চলুন দেখে নিই , সফটওয়্যার টি কোন কোন লেপটপে কাজ করে।
Acer
ASUS
HP
Dell
MSI
Samsung
Toshiba
Sony
Lenovo
Fujitsu
Fujitsu Siemens
eMachines
Packard Bell
Clevo
BenQ
Notebook
IBM
Apple
Intel
LG
Compaq
Depo
NEC
Gericom
Matsushita
Medion
K-Systems
Gigabyte
SiS
Gateway
সফটওয়্যার টি Databases August 2011 এ আপডেট করা হয়েছে। মানে August 2011 পযন্ত সকল পিসির সমস্যা সমাধান করতে প্রস্তুত।
এখান থেকে ডাউনলোড করে নেন। ড্রাইভার ইস্সটলের সময় নেটের প্রয়োজন নেই।:
http://drp.su/download.htm 
আর যদি এত বড় সাই্জের ফাইল ডাউনলোড করতে ভয় পান। তাহলে এখান খেকে ডাউনলোড করেন। মাত্র ২ এম বি। ড্রাইভার আপডেট করতে নেট লাগবে:
http://www.4shared.com/file/wOcsC8g_/DriverPack_Solution_11_DRPSu11.htm

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আপনার Opera Mini এর Browsing Speed বাড়াতে চান ?


এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :

  • ¤ প্রথমে আপনার address bar  এ type করুন  opera:config এবং OK press করুন।
  • ¤ এখন যে Option গুল দেখতে পাবেন তা নিচের Settings অনুযায়ী পরিবরতন করে নিন  —
>> Large placeholders for images = NO
>> Fit text to screen = YES
>> Loading timeout =reduce to 10/20 seconds as the case may be.
>> Site patches and user-agent masking = NO
>> Keep styling in RSS feeds = NO
>> Show feed index = NO
>> Fold linklists = NO
>> Phone number detection = set yes/no depending on your choice
>> Minimum phone number lenght = no need to edit
>> Use bitmap fonts = NO
এখন Save করে নিন।

Sunday, March 18, 2012

সফটওয়্যার ছাড়াই LOCK করুন যেকোন ফোল্ডার

আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটিরয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\loveফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবংলিখুন-ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন।