Saturday, September 22, 2012

ওয়ার্ডপ্রেস শেখা এত সহজ!


আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস শিখার চমৎকার একটি বই উপহার দিব। এই বইটি অনুসরণ করলে আপনি নিজেও বলবেন যে ওয়ার্ডপ্রেস শেখা এত সহজ! বইটির লেখক আরিফুল ইসলাম শাওন। ওয়ার্ডপ্রেস যাতে সবাই শিখতে পারে সে জন্য সহজ ও সুন্দর ভাবে লেখক উপস্থাপন করেছেন।
wordpress logo ওয়ার্ডপ্রেস শেখা এত সহজ!

আসুন দেখি বইটিতে আপনার কি কি শিখতে পারবেন :
১. ওয়ার্ডপ্রেস কি?
২. ওয়ার্ডপ্রেসের রতিহাস
৩. লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস সেটআপ
৪. সফটাক্লাউস দিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ!
৫. ওয়েব সারভারে ডাটাবেজ তৈরীর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ
৬. এডমিন প্যানেল পরিচিতি
৭. প্রাথমিক সেটিং সমুহ
৮. প্রোফাইল আপডেট
৯. পোষ্ট আপডেট
১০. পেজ আপডেট
১১. বিভাগ পরিচালনা
১২. মন্তব্য পরিচালনা
১৩. ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন কি?
১৪. থিম পরিচালনা ও ইনষ্টল
১৫. প্লাগিন পরিচালনা ও ইনষ্টল
তাহলে আর দেরি কেন এখনি বইটি ডাউলোড করুন সাইজ মাত্র ৫.৬ মেগাবাইট

No comments:

Post a Comment