>> উইন্ডোজ XP কে Customize করুন
নিজের মত
করে <<
আপনি যদি Windows XP -র CD নিজের মত করে
(Customize ) বানিয়ে নিতে চান
তবে প্রতিবার
ইন্সটল করার
সময় সিরিয়াল
নং এডমিনেস্টর
পাসওয়ার্ড কম্পিউটারের নাম ইত্যাদি এসব
তথ্য দিতে
হবে না।
আপনার তৈরি
করা CD থেকে
আপনা আপনি
এসব তথ্য
অব্যবহিত হবে।
এনলাইট সফটওয়্যার দিয়ে
Windows XP -র Customize CD তৈরি করতে
পারেন। ২.৫ মেগাবাইট
আকারের বিনামুল্যের
এই সফটওয়্যার
http://...www.pchelplinebd.com/?p=1378 ঠিকনা
থেকে নামিয়ে
ইন্সটল করতে
হবে।তবে কম্পিউটারে
মাইক্রোসফট ডট নেট ২.০ সংকস্করন থাকতে
হবে।এখন আপনি
পরবর্তী স্টেপগুলো
ফলো করুন:
১ । এনলাইট
> ইংলিশ ভাষা নির্বাচন করে+Next > Location the Windows
installation উইন্ডো থেকে Browse এ
কিল্ক করে
আপনার কম্পিউটারের
অবস্থান (সরসরি
সিডি থেকে
হবে না)
দেখিয়ে দিন।
তবে উইন্ডোজের
সকল তথ্য
চলে আসবে।
+ Next করুন।
২ । এবার
Task Selection এ All বাটনে ক্লিক
করে Next ক্লিক
করুন। Service Pack উইন্ডোতে আপনি
চাইলে এক্সপির
Service Pack যুক্ত করতে পারেন।
Select বাটনে ক্লিক করুন।
৩ ।এবার
Next করে Hotfixes, Add-ons and Update
Packs উইন্ডো থেকে Advance করে Enable করতে পারেন।
৪ ।এবার
Next করে Drivers উইন্ডো থেকে
প্রয়োজনীয় Driver ( Printer, Lan,
Graficks, Sound Card ইত্যাদি ) Insert করতে পারেন।
Next করে Components উইন্ডো থেকে
প্রয়োজনীয়Components গুলো নির্বাচন
করুন এবং
Next করুন।
৫ । এরপর
Unsttended উইন্ডোর বিভিন্ন ট্যাব
থেকে আপনার
ইচ্ছামতো Customize করুন ( Them, Serial no, এডমিনেস্টর পাসওয়ার্ড,
কম্পিউটারের নাম,সময় ইত্যাদি। এখন
Next করে Options উইন্ডো থেকে
প্রয়োজন বোধে
বিভিন্ন Options পরিবর্তন করতে পারেন।
৬ । এবারNext
করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়িক
ও সার্ভিস
নির্বাচন করে
Next বাটনে ক্লিক করলে Do you want
to the Process?আসবে।
৭ । Yes করলে
Process শুরু হবে।
Process শেষ হলে Next করলে
Bootable ISO উইন্ডো আসবে।
৮ ।এখান
থেকে আপনি
সরসরি CD রাইট
করতে পারবেন
বা Bootable Image তৈরি করতে
পারবেন পরবর্তীকালে
রাইট করার
জন্য।
৯ । Bootable Image তৈরি করতে Mode -এ Create Image নির্বাচন
করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।
এবার নির্দিষ্ট
লোকেশন দেখিয়ে
Save করুন।
১০ । ঐ
Image CD তে রাইট করলেই হয়ে গেল
আপনার Customize Windows XP.
১১ । ISO Image file কে বার্ন করার জন্য
এই লিংক
থেকে সফটওয়্যারটি
ডাউনলোড করুন
এবং ইন্সটল
করে তা
দিয়ে সিডি
তে রাইট
করুন
http://www.pchelplinebd.com/?p=1378
সবাই ভাল থাকুন,
আল্লাহ তালার
কাছে এই
প্রার্থনা করি।
>> আসুন সিস্টেম রিপেয়ারিং
করে পিসির
স্পীড বাড়িয়ে
নিই ১০০%
<<
আশা করি ভালো
আছেন ,আজ
আমি একটা
জটিল জিনিস
শেয়ার করবো।
আশা করি
সবার ভালো
লাগবে। আপনার
সিস্টেম কে
ফাস্ট করার
জন্য অনেক
কিছু করে
থাকেন এমন
কি অনেক
-এ টাকা
দিয়েও কিছু
ফাও জিনিস
কিনে থাকে।
কিন্ত ফলাফল
কি ? শূন্য
:P ,আর একটা
সত্যি কথা
আমি যা
শেয়ার করি
,তা ১ম
আমি নিজে
ট্টাই করে
সাকসেস হলে
তারপর শেয়ার
করি।ইনশাল্লাহ এই পোষ্ট টা আপনার
১০০% কাজে...
আসবে ।
তাহলে শুরু
করা যাক
।
প্রথমে ডাউনলোড করে
নেন ………
http://www.pchelplinebd.com/?p=31577 এখান
থেকে .
Size মাত্র ৬৩৩ কেবি
।
Note: কোন প্রকার সিরিয়াল
কী,ক্র্যাক
আর দরকার
নাই ।
পোর্টেবল ভার্সন
তাই নাকে
তেল দিয়ে
ঘুমাইতে পারবেন
:P
এক নজরে দেখে
নিন ,কি
কি আছেঃ
* Reset Registry Permissions
* Reset File Permissions
* Register System Files
* Repair WMI
* Repair Windows Firewall
* Repair Internet Explorer
* Repair MDAC & MS Jet
* Repair Hosts File
* Remove Policies Set By Infections
* Repair Icons
* Repair Winsock & DNS Cache
* Remove Temp Files
* Repair Proxy Settings
* Unhide Non System Files
* Repair Windows Updates
Chorom Vai. Adsence a sign up koren valo earn kortey parben.
ReplyDelete:)
http://www.pchelplinebd.com/?p=31577 লিংকে গেলে Page not Found দেখায় Softwer এর নাম বলুন ভাই
ReplyDelete