Friday, March 16, 2012

কিভাবে ফেসবুক fans, টুইটার followers ওয়েবসাইট hits বাড়াবেন?

ব্লগ বা ওয়েবসাইট promote করারসবচেয়ে গুরুত্ব পূর্ণ একটি ক্ষেত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অনলাইনে হাজার হাজার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মধ্যে  ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইউটিউব এবং ডিগ হচ্ছে সবচেয়ে সেরা। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক fans, টুইটার followers মাইস্পেস friends,গুগল friends circle, ইউটিউব subscribers, এবং ডিগ followers বাড়াবেন। এই সব সেবা একসাথে যে সাইটটি দেয় তার নাম হচ্ছে Youlikehits.com.
Youlikehits.com একটি ব্রোকার সাইট। এটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ইউজারদের কে একত্রিত করে এবং একজনকে দিয়ে অন্যজনকে follow বা subscribe করিয়ে দেয়।
Follow বা   subscribe এর মাপকাঠি নির্ভর করে Points এর উপর। যার যত বেশী পয়েন্ট সে তত বেশী followers পাবে। পয়েন্ট সংগ্রহ করার দুটি উপায়ঃ
১) অন্যদের follow বা subscribe করে।
২) টাকা দিয়ে পয়েন্ট কিনে।
Youlikehits.com এর সেবা সমুহঃ
  • ফেসবুক fans,
  • টুইটার followers
  • মাইস্পেস friends.
  • গুগল friends circle
  •  ইউটিউব subscribers.
  • Stumbleupons followers
  •  ডিগ followers.
  • ওয়েবসাইট hits ( ২০ সেকেন্ড)।
কিভাবে শুরু করবেন?
  • প্রথমে Registration  করুন।
  • লগিন করুন।
  • এবার মনিটর এর বাঁ দিকে “your setting” এ ক্লিক করে আপনার নিজের  Face book account, twitter account, My space account, you tube account, Google + , digg account , website url জুক্ত করুন।
  • এবার Payout value set (আপনাকে follow বা subscribe করতে কত পয়েন্ট খরচ করতে চাইছেন) করুন।
  • এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্ট সংগ্রহ করা। মনিটর এর মাঝ বরাবর “Get started tabs” থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
আরও কিছু তথ্যঃ
  • প্রতিদিন ৫০ পয়েন্ট আপনাকে ফ্রী দেওয়া হবে।
  • প্রতি ৩০ দিন অন্তর, অব্যাবহার করা পয়েন্ট Reset হয়ে যায়।
  • এখানে রেফারেল পদ্ধতি রয়েছে। প্রতি active referral এর জন্য আপনি পাবেন ৫০ পয়েন্ট।
যা করবেন নাঃ
  • একাধিক অ্যাকাউন্ট  খোলা।
  • অ্যাকাউন্ট কেনা বেচা করা।
  • ভাল সাইট এর নামে রিপোর্ট ।
  • Bots, Scripts ব্যবহার।
এটা কি Scam? :
না, এখন পর্যন্ত অনলাইনে যতগুলো রিভিউ দেখেছি , তাতে মনে হয় এটি scam নয়।
আশা করি পোস্ট টি আপনাদের ভাল লেগেছে । আমার যদি কোন ভুল হয় , দয়া করে গঠন মুলক সমালোচনা করবেন। বাজে কমেন্ট না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

2 comments:

  1. I am happy to find this post very useful for me, as it contains lot of information. I always prefer to read the quality content and this thing I found in you post. Thanks for sharing.

    Checkout my site to Features of Facebook

    ReplyDelete
  2. The post is very nice. I just shared on my Facebook Account.

    Checkout my site: Promote Business with Facebook

    ReplyDelete